Top

মূল্যসূচকে মিশ্র প্রবণতা, লেনদেনে ধীরগতি

১৩ আগস্ট, ২০২৩ ১২:৩০ অপরাহ্ণ
মূল্যসূচকে মিশ্র প্রবণতা, লেনদেনে ধীরগতি
নিজস্ব প্রতিবেদক :

চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেনের পর রোববার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বেশ ধীরগতি দেখা যাচ্ছে। সেই মূল্যসূচকে রয়েছে মিশ্র প্রবণতা। তবে দাম কমার থেকে দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে।

প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ১ পয়েন্ট। তবে অপর দুই সূচক কমেছে। আর লেনদেন হয়েছে ৯০ কোটি টাকার কিছু বেশি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে মূল্যসূচক ঋণাত্মক অবস্থায় রয়েছে। সেই সঙ্গে দাম বাড়ার থেকে দাম কমার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান।

এর আগে গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়। বাজারটিতে লেনদেন নেমে আসে তিন’শ কোটি টাকার ঘরে।

এ পরিস্থিতিতে রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ৫ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার যে প্রবণতা দেখা যায়, তা প্রথম ঘণ্টাজুড়েই অব্যাহত থাকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১টা ১২ মিনিটে ডিএসইতে ৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ৪৭টির। আর ১৩২টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। তবে অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক দশমিক ৭৫ পয়েন্ট কমেছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক কমেছে ১ পয়েন্ট। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১০৫ কোটি ৯২ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ৫৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৭২ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

বিপি/এএস

শেয়ার