Top
সর্বশেষ

রংপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের প্রতিবাদে সড়ক অবরোধ

১৪ আগস্ট, ২০২৩ ১১:১৩ পূর্বাহ্ণ
রংপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের প্রতিবাদে সড়ক অবরোধ
রংপুর প্রতিনিধি :

রংপুর মহানগরীর ১৫ ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তারুল ইসলামের (৩৩) ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত রোববার বিকেলে নগরীর মর্ডান মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন- মেহেদী হাসান রাব্বী, মাহামুদ হাসান নাঈম, ওহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, লিটন মিয়া, শাহাদাৎ হোসেন প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, এলাকায় পূর্ব শক্রতার জের ধরে গত বৃহস্পতিবার মধ্যরাতে মডার্ন মোড় এলাকার মিলন, রাব্বি হাসান সহ ১০-১২ জন যুবলীগ নেতা মোক্তারুল ইসলামের উপর দেশীয় অস্ত্র হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ৭২ ঘন্টা পাড় হলেও আসামি গ্রেফতার না করায় দ্রুত অপরাধীদের গ্রেফতার দাবি জানান।

তাজহাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান, ঘটনা শোনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ। আহত মোক্তারুলের বাবা হাফিজার রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার