Top
সর্বশেষ

কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত স্বামী গ্রেফতার

১৪ আগস্ট, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ
কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত স্বামী গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে যৌতুকের দাবিতে গৃহবধূ মৌসুমি খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী রাশেদুল ইসলাম আশেক(২৮) কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার ভাঙামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকার একটি বাঁশঝাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত রোববার সন্ধ্যার দিকে নিহত গৃহবধূর চাচা নাসির আলী বাদী হয়ে ফুলবাড়ী থানায় রাশেদুলসহ তিন জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিন পুলিশ নিহত গৃহবধূ মৌসুমি খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে। নিহত গৃহবধূ মৌসুমি খাতুন (২৫) উপজেলার বড়ভিটা ইউনিয়নের পুর্ব ধনিরাম গ্রামের মনছুর আলীর কন্যা।

জানা গেছে, পাঁচ বছর আগে একই ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের তাজুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম আশেকের সাথে প্রেম করে বিয়ে হয় মৌসুমির। বিয়ের সময় জামাইকে এক লক্ষ টাকা যৌতুক দেন মৌসুমির বাবা। কিন্তু আশেক আলী বাবার বাড়ী থেকে আরও টাকা আনার জন্য মৌসুমির উপর প্রায়ই নির্যাতন চালাত। গত ৮ আগষ্ট সকালে আশেক আলী মৌসুমিকে বাবার বাড়ী থেকে টাকা আনার জন্য পুনরায় চাপ দিলে মৌসুমি অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে আশেক আলী মৌসুমিকে বেদম মারধর করে অচেতন অবস্থায় ঘরে আটকে রাখে। খবর পেয়ে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় মৌসুমিকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩ আগষ্ট রাত ২ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন মৌসুমি।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, মামলা হওয়ার প্রায় ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামি রাশেদুল ইসলাম আশেককে গ্রেফতার করা হয়েছে এবং তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার