টাকা ফেলে না রেখে নারীদের পুঁজিবাজারে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. রুমানা ইসলাম। জেনে ও বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করলে নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন বলে মনে করেন তিনি।
সোমবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেনিং অ্যাকাডেমিতে নারী বিনিয়োগকারীদের জন্য আয়োজিত সচেতনতামূলক কর্মশালার সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় রুমানা ইসলাম বলেন, আজকের কর্মশালাটি শুধুমাত্র নারীদের জন্য আয়োজন করা হয়েছে। এর প্রধান কারণ হলো পুঁজিবাজারে অধিকাংশ নারী বিনিয়োগকারী তাদের বিও হিসাব নিজে পরিচালনা করেন না। তাদের হয়ে তিনি বিও হিসাব তার পুরুষ আত্মীয়-স্বজনরা পরিচালনা করেন। নারীরা নিজের হিসাব নিজে পরিচালনা না করলে আত্মনির্ভরশীল হওয়া যায় না। আর একজন নারী তখন আত্মনির্ভরশীল হয় যখন তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হয়।
তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক নারী বিভিন্ন কারণে চাকরি বা ব্যবসা করতে পারেন না। কিন্তু যাদের হাতে অলস অর্থ রয়েছে তারা জেনে ও বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারেন। আর এর মাধ্যমে নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হলে প্রতিটি জায়গার নারী ও পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন। আর পুঁজিবাজারেও নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা পুঁজিবাজারে আসুন এবং জেনে ও বুঝে বিনিয়োগ করুন।