মূল্যস্ফীতি কমাতে এবার নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানেও (এনবিএফআই) সুদ বাড়লো। ব্যাংকের পর আর্থিক প্রতিষ্ঠানের সুদহার বাড়ানোর এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সম্পর্কিত নির্দেশনা জারি করে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ঋণের ক্ষেত্রে ‘স্মার্ট’ রেট বাড়িয়ে সাড়ে ৫ শতাংশে উন্নীত করা হয়েছে।
সে হিসাবে সবশেষ সেপ্টেম্বরের ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহার (স্মার্ট রেট) দাঁড়িয়েছে ৭ দশমিক ২০ শতাংশে।
সেই হিসেবে, চলতি অক্টোবর মাসে এনবিএফআইগুলোর সর্বোচ্চ সুদহার হবে ১২ দশমিক ৭০ শতাংশ এবং আমানতে ৯ দশমিক ৭০ শতাংশ।