Top
সর্বশেষ

জাতীয় পার্টির ঘাঁটি খ্যাত রংপুরে চার কারণে বিপর্যয় ঘটেছে জাপার

০৮ জানুয়ারি, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ
জাতীয় পার্টির ঘাঁটি খ্যাত রংপুরে চার কারণে বিপর্যয় ঘটেছে জাপার
রংপুর প্রতিনিধি :

জাতীয় পার্টির ঘাঁটি বলে খ্যাত রংপুরের ৬ আসনের ৫ টিতেই চার কারণে জাতীয় পার্টির (জাপা) বিপর্যয় ঘটেছে। আত্নীয়করণ, ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন, সাংগঠনিক দূর্বলতাসহ বিভিন্ন কারণে এই বিপর্যয়। এর আগের নির্বাচনেও দুইটি ছাড়া সবকটিতেই পরাজয় বরণ করতে হয় দলটির প্রার্থীদের।

 

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,রংপুরের ৬টি আসনের মধ্যে শুধু রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জয়লাভ করেছেন। বাকি ৫টি আসনে পরাজয় বরণ করেছেন। এর মধ্যে ৩টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা তাদের জামাতন হারিয়েছেন। পরাজিত প্রার্থীরা হলেন, রংপুর-১ আসনে হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, রংপুর-২ আসনে আনিছুল ইসলাম মন্ডল, রংপুর-৪ আসনে মোস্তফা সেলিম, রংপুর-৫ আসনে মোঃ আনিছুর রহমান ও রংপুর-৬ আসনে মোঃ নুর আলম মিয়া। এদের মধ্যে জামানত হারিয়েছেন রংপুর-১, রংপুর-৫ ও রংপুর-৬ আসনে।

 

দলীয় সূত্রে জানা গেছে,দলের মধ্যে সমন্বয়হীনতা, দলীয় প্রধানের অসংলগ্ন বক্তব্য, সাংগঠনিক দূর্বলতা, অসহযোগীতা, সিদ্ধান্তহীনতা ও পারিবারিককরণ, ত্যাগী কর্মীদের অবমূল্যায়নকেই পরাজয়ের কারণ হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।

 

তারা জানান, তৃর্ণমূল পর্যয়ে কোন নেতাকর্মীদের সাথে যোগাযোগ নেই দলীয় চেয়ারম্যানসহ শীর্ষ পর্যায়ের নেতাদের। এই কারণেই পার্টির অনেকেই ভোট দানে বিরত ছিলেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কোন কমিটি না হওয়ায় সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই। এর ফলে সিদ্ধান্তহীনতায় ভুগেছে অনেকেই।

 

যোগ্য নেতাদের অবমূল্যায়ন করে দলীয় চেয়ারম্যানের স্ত্রী, ভাতিজা, ভাগিনা, নাতিসহ আত্নীয় স্বজের অনেকেই প্রার্থী হয়েছেন। এবিষয়টি দলের তৃমূল থেকে শীর্ষ পর্যায়ের অনেকেই ভালো চোখে দেখেন নাই। এই নিয়ে অস্তোষ রয়েছে অনেকের মধ্যে। অনেক জায়গায় সাংগঠনিক কোন কমিটি নেই। কিছু কিছু

জায়গায় কমিটির মেয়াদোর্ত্তীণ হলেও নতুন করে তা গঠন করা হয়নি। এতে অনেকে নিস্কৃয় হয়ে পড়েছেন।

 

রংপুর-৪ আসনের জাতীয় পার্টির পরাজিত প্রার্থী ও দলের জেলা কমিটির যুগ্ম- আহবায়ক মোস্তফা সেলিম বেঙ্গল ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংগঠনিক অসহযোগীতা ও সমন্বয়হীনতার কারণে তার পরাজয়ের মুল কারণ। তিনি বলেন, তার নির্বাচনি এলাকায় জাল ভোট হলেও দলের কেইউ প্রতিবাদ করেনি।

তারাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব তুহিনুর ইসলাম তুহিন জানান, সিদ্ধান্তহীনতা, পারিবারিককরণ, দলের দুঃসময়ের থাকা ত্যাগী কর্মীদেও অবমূল্যায়ন, দলীয় প্রধানের সকালে, দুপুরে, বিকেলে ও রাতে একেক সময় একেক ধরনের বক্তব্য পরাজয়ের কারণ হিসেবে দেখছেন।

 

রংপুর-৬ আসনের জাপার অপর পরাজিত প্রার্থী মোঃ নুর আলম মিয়া জানান, সাজানো নির্বাচনের কারণে তার পরাজয় হয়েছে।

 

জাজীয় পাটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক জানান, দলীয় চেয়ারম্যান মঙ্গলবার বিকেলে রংপুরে সংবাদ সম্মেলন করে দলের পরাজয়ের বিষটি খোলাসা করবেন বলে জানান এই সাংগঠনিক নেতা।

 

শেয়ার