Top

নির্মাণাধীন ভবনের ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের এডির প্রাণহানি

১১ জানুয়ারি, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণ
নির্মাণাধীন ভবনের ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের এডির প্রাণহানি

রাজধানীর সিদ্ধেশরী এলাকায় নির্মাণাধীন ভবনের ইট পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় মালিবাগের মৌচাক মার্কেট এলাকার শান্তিনগর সিদ্ধেশ্বরী ফখরুদ্দিন রেস্টুরেন্টের পাশে এ ঘটনা ঘটে। নিহতের নাম দিপু সানা (৩৭)। তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমেনা খানম বলেন, অফিস শেষে নিউ সার্কুলার রোড সিদ্ধেশ্বরী ফখরুদ্দিন পার্টি সেন্টারের সামনে ফুটপাত দিয়ে যাওয়ার সময় ওপর থেকে মাথায় ইট পড়ে মারা যান দিপু সানা। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সিরাজুল ইসলাম মেডিক্যাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

নিহতের চাচা স্বপন কুমার সানা বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিপু সানা অফিস থেকে বাসায় ফিরছিলেন। এ সময় নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় ইট পড়ে গুরুতর আহত হযন। সেখান থেকে স্থানীয় মৌচাক সিরাজুল ইসলাম মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে রমনা থানার পুলিশকে খবর দিলে সেখান থেকে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

এনজে

শেয়ার