নির্বাচনের টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে রংপুরে মহানগর মহিলা আওয়ামী লীগের কোন্দল প্রকাশ্যে এসেছে। সংগঠনটির দুটি গ্রুপ পৃথক পৃথক কর্মসূচী পালন করে একে অপরকে দূষছেন। এনিয়ে মহিলা আওয়ামী লীগের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
শনিবার বিকেলে নগরীর বেতপট্টিস্থ রংপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর মহিলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করে মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বন্যা, সংগঠক মাজেদা বেগম পিংকি, সাদিয়া হাসান ও মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা পরিষদ সদস্য পারভীন আক্তারকে অবাঞ্চিত ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মমতাজ বেগম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ছাড় দেয়। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জিএম কাদেরের পক্ষে প্রচার-প্রচারণা চালান।
এতে জিএম কাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রচার-প্রচারণার ব্যয় হিসেবে কয়েক লক্ষ টাকা বরাদ্দ দেন। গত ৫ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টায় মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন আক্তার মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বন্যা, সংগঠক সাদিয়া, পিংকীকে নিয়ে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাঃ দেলোয়ার হোসেনের কাছে জিএম কাদের থেকে পাওয়া টাকার মধ্যে ৫০ হাজার টাকা দাবী করেন।
দাবীকৃত টাকা না দেওয়ায় তারা মহানগর আওয়ামী লীগের নেতাদের গালি-গালাজ করে মারমুখী হন। এ ঘটনায় ৯ জানুয়ারী মহানগর আওয়ামী লীগ ওই চার নেত্রীকে অবাঞ্চিত ঘোষণা করেন। এরপর গত ১০ জানুয়ারী ওই চার নেত্রী বঙ্গবন্ধু ম্যূরাল চত্ত্বরে মহানগর মহিলা আওয়ামী লীগের ব্যানারে একটি আলোচনা সভা করে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাঃ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বক্তব্য রাখেন। মহিলা আওয়ামী লীগের নাম ব্যবহার করে বহিরাগতদের নিয়ে আন্দোলনের নামে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলনে ওই চার নেত্রীর শাস্তি দাবী জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সহ- সভাপতি সালমা হোসেন, রুপালী আক্তার, মাজেদা বেগম, মরিয়ম আক্তার, কোষাধ্যক্ষ নাজনীন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদহক ফিরোজা বেগম, সদস্য নাজনীন রহমান, সদস্য মেধাসহ ৩৩টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকরা।
এ ব্যাপারে মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন আক্তার বলেন, আমার বিরুদ্ধে আনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।