সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩২৯ বারে ৯ লাখ ৭৭ হাজার ৩২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৩৫০ বারে ৩৫ লাখ ১ হাজার ৮১৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৮১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮০৪ বারে ৩৫ লাখ ১৩ হাজার ৫৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৪.৮৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৪.৫৮ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৩.৮৫ শতাংশ, রতনপুর স্টিলের ৩.৮৫ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৩.৭৭ শতাংশ, ক্রিষ্টাল ইন্স্যুরেন্সের ৩.২১ শতাংশ এবং দেশবন্ধু পলিমারের ৩.২০ শতাংশ শেয়ার দর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/এসকেএস