Top
সর্বশেষ
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, ফিরছেন উদ্বাস্তুরা শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার

যে ৩৫ কোম্পানির ফ্লোর প্রাইজ বহাল থাকছে

১৮ জানুয়ারি, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ
যে ৩৫ কোম্পানির ফ্লোর প্রাইজ বহাল থাকছে

আগামী রোববার থেকে পুঁজিবাজার থেকে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার ঘোষণা দিলেও ৩৫ প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফ্লোর প্রাইস বহাল থাকবে। আগামী সপ্তাহ থেকে ৩৫টি ছাড়া বাকিগুলোর উপর ফ্লোর প্রাইস থাকবে না।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এ ঘোষণা দেয়।

ফ্লোর প্রাইস বহাল থাকা ৩৫ প্রতিষ্ঠান হলো:

আনোয়ার গ্যালভানাইজিং, বারাকা পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (বিএটিবিসি), বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল), বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, কনফিডেন্স সিমেন্ট পিএলসি, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, ডরিন পাওয়ার, এনভয় টেক্সটাইল, গ্রামীণ ফোন, এইচআর টেক্সটাইল, আইডিএলসি, ইনডেক্স এগ্রো, ইসলামী ব্যাংক, কেডিএস এক্সসরিজ, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, কট্টালি টেক্সটাইল লিমিটেড, মালেক স্পিনিংস মিলস, মেঘনা পেট্রোলিয়ম, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ন্যাশনাল পলিমার ইন্ডস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, পদ্মা অয়েল, রেনেটা, রবি, সায়হাম কটন, শাশা ডেনিমস, সোনালী পেপারস, সোনার বাংলা ইন্সুরেন্স, শাইনপুকুর সিরামিকস, শাহজিবাজার পাওয়ার কো., সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসট্রিবিউশন।

উল্লেখ্য, শেয়ারবাজারে লাগাতার পতন ঠেকাতে না পেরে, গত চার বছরে কয়েক দফায় শেয়ারে ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

প্রথমবার ২০২০ সালে মার্চে ফ্লোর প্রাইস আরোপ করলেও তুলে নেওয়া হয় ২০২১ সালের জুলাইয়ে। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ২০২২ সালের জুলাইয়ে আবারও ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। এ পর্যায়ে শেয়ার লেনদেন ব্যাপক কমে গেলে সমালোচনায় পড়ে নিয়ন্ত্রক সংস্থা।

সম্প্রতি ফ্লোর প্রাইস নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। যার পরিপ্রেক্ষিতে ফ্লোর প্রাইস তুলে নিলো কমিশন।

এম জি

শেয়ার