Top
সর্বশেষ
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, ফিরছেন উদ্বাস্তুরা শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার

গোলাম কুদ্দুসের পদত্যাগ, সোনালী লাইফের নতুন চেয়ারম্যান মনিরুজ্জামান

১৮ জানুয়ারি, ২০২৪ ৯:২২ অপরাহ্ণ
গোলাম কুদ্দুসের পদত্যাগ, সোনালী লাইফের নতুন চেয়ারম্যান মনিরুজ্জামান

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বর্তমান চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস পদতপদত্যাগ করেছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিরপেক্ষ পরিচালক কাজী মনিরুজ্জামান।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সোনালী লাইফের পরিচালনা পর্ষদের জরুরি বৈঠকে কাজী মনিরুজ্জাসানকে চেয়ারম্যান নির্বাচন করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কাজী মনিরুজ্জামান তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে শিল্প ব্যবসাসহ বিভিন্ন ব্যবসা করে আসছেন। তিনি ম্যাক্স সোয়েটার্স এর ব্যবস্থাপনা পরিচালক এবং রুপালী ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক।

এ ছাড়াও তিনি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সফল সভাপতিও ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষভাবে জড়িত।

এর আগে নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ লোপাটের অভিযোগ উঠে চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দসের বিরুদ্ধে। অভিযোগগুলো খতিয়ে দেখতে নিরীক্ষক নিয়োগ দেয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সবশেষ আজ সুষ্ঠু তদন্তের স্বার্থে মোস্তফা গোলাম কুদ্দুস নিজ থেকে পদত্যাগ করেছেন।

এম জি

শেয়ার