Top
সর্বশেষ

রংপুরের সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

২২ জানুয়ারি, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ
রংপুরের সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
রংপুর প্রতিনিধি :

মৃদু শৈত্যপ্রবাহ আর বিরূপ আবহাওয়ার কারণে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় রংপুরের সকল প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম এ তথ্য জানান।

প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম স্থগিতের ঘোষণা অনেক শিক্ষাপ্রতিষ্ঠান দেরিতে জানতে পারায় শিক্ষা কার্যক্রম চালু ছিল। পরে শিক্ষকরা বিষয়টি জানার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের তাৎক্ষণিক ছুটি দিতে দেখা গেছে।

রংপুর বিভাগীয় শিক্ষা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম জানান, তীব্র শীত, ঘনকুয়াশা আর বিরূপ আবহাওয়ার কারণে সকল ধরনের পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি বলেন, শীতের কারণে বিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিদ্যালয় খোলা থাকবে। তাপমাত্রা বাড়লে বিদ্যালয় আবার স্বাভাবিক নিয়মে চলবে। শিক্ষকদের সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সজাগ থাকার জন্য বলা হয়েছে।

প্রথম দিনের বন্ধ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। পরবর্তীতে এমনটি হবে না বলে জানান তিনি।

 

শেয়ার