প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারের তালিকাভুক্তির অপেক্ষায় থাকা বেস্ট হোল্ডিংসের লিমিটেডের শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে। ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে প্রত্যেক আবেদনকারী ৮৬টি শেয়ার পেয়েছে।
আজ মঙ্গলবার ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা ভিত্তিতে এই শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে। ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হলরুমে বেস্ট হোল্ডিংস এর শেয়ার বরাদ্দ দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, বেস্ট হোল্ডিংস লিমিটেডের কোম্পানি সচিব আবুল কালাম আজাদসহ প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরবর্তীতে ডিএসই’র লিস্টিং ডিপার্টমেন্টের হেড মোঃ রবিউল ইসলাম এবং এমআইএস ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড মোঃ আবদুল কাদের খন্দকার প্রো-রাটা ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন।
কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য মোট ৩৫০ কোটি টাকার বিপরীতে ১৩২১ কোটি ২১ লক্ষ ২১ হাজার ৩৫৫ টাকার আবেদন জমা পড়ে। যা প্রতিটি শেয়ারের বিপরীতে ৩ দশমিক ৭৭ গুন বেশি।
প্রতি ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে নিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ৮৬ টি শেয়ার এবং অনিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ১০১ টি শেয়ার বরাদ্দ পায়।
এএ