Top
সর্বশেষ
শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক

সুদ মুওকুফ ও গাড়ী বিক্রির আয়ে বড় মুনাফা ইনটেকের

০৭ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৪৪ পূর্বাহ্ণ
সুদ মুওকুফ ও গাড়ী বিক্রির আয়ে বড় মুনাফা ইনটেকের

দীর্ঘদিন যাবত লোকসান গুনছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইনটেক অনলাইন। ফলে ২০১৮ সালের পর থেকে মাত্র ২০২০ সালে নামমাত্র ১ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। তবে সর্বশেষ প্রান্তিকে বড় ধরণের আয় দেখিয়েছে ইনটেক অনলাই।

ডিএসই সূত্র মতে, এই আয় তাদের অপরাশনাল নয়। বিষয়টি স্বীকারও করেছে কোম্পানি কর্তৃপক্ষ। তারা বলেছেন এটি কোম্পানির এককালীন আয়। পাবর্তীতে প্রান্তিকে এই আয়ের সুযোগ নেই।

কোম্পানি সূত্র মতে, (অক্টোবর,২৩-ডিসেম্বর,২৩) মোট আয় করেছে ২ কোটি ৪৭ লাখ ১৮ হাজার ৬৩৩ টাকা। এর মধ্যে মাত্র ৩৯ লাখ ৯৭ হাজার ১৭৮ টাকা কোম্পানি অপারেশনাল আয়। বাকী ১ কোটি ৪৬ লাখ ৪৬ হাজার ৪৫৫ টাকা সুদ মুওকুফ হিসেবে এবং ৬০ লাখ ৭৫ হাজার টাকা পেয়েছে পুলের গাড়ী বিক্রি করে।

ডিএসই সূত্র মতে, কত কয়েক বছর লোকসানে থাকা ইনটেক চলতি বছরের সর্বশেষ প্রান্তিকে (অক্টোবর,২৩-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৯ পয়সা। অপরদিকে, ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩৪ পয়সা।

এই বিষয়ে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আজম আলী বাণিজ্য প্রতিদিনকে বলেন, এবারের আয়ের মতো আগামীতে আর হওয়ার সুযোগ নেই। কারণ এটি আমাদের অপারেশনাল আয় নয়। আয়ের একটি বড় অংশ আসছে সুদ মুওকুফ ও গাড়ী বিক্রির টাকা থেকে।

 

শেয়ার