Top
সর্বশেষ
স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির

পুঁজিবাজার সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে নারীদের প্রশিক্ষণ

০৭ মার্চ, ২০২৪ ২:১২ অপরাহ্ণ
পুঁজিবাজার সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে নারীদের প্রশিক্ষণ
পুঁজিবাজার ডেস্ক :

আন্তর্জাতিক নারী দিবস (৮ ই মার্চ) উপলক্ষ্যে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) নারী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মাঝে পুঁজিবাজার সম্পর্কিত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

গত ৫ ও ৬ মার্চ বিএএসএম-এর নিজস্ব কার্যালয়ে নারী বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের জন্য এই প্রশিক্ষণটির আয়োজন করা হয়। বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখা নারী উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণটির উদ্বোধন করেন বিএএসএম-এর মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধূরী।

দুইদিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত নারী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন ধারণা যেমনঃ কিভাবে বিও একাউন্ট খুলতে ও পরিচালনা করতে হয়, কোম্পানির আর্থিক প্রতিবেদন কিভাবে বিশ্লেষণ করতে হয় ইত্যাদি।

পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের সম্পৃক্ত করার লক্ষ্যে মিডিয়ার ভুমিকা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেজ্ঞ কমিশনের (বিএসইসি) ভূমিকা সম্পর্কিত ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেজ্ঞ কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের ইতিবাচক ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

সর্বশেষ, সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মসূচিটি শেষ হয়।

 

এসকেএস

শেয়ার