Top
সর্বশেষ
গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

জাতীয় শিশু দিবসে ৫ দৃষ্টি প্রতিবন্ধীকে চাকরি দিল বিএসইসি

২০ মার্চ, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ
জাতীয় শিশু দিবসে ৫ দৃষ্টি প্রতিবন্ধীকে চাকরি দিল বিএসইসি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন, জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ৫ জন দৃষ্টি প্রতিবন্ধীকে চাকরির ব্যবস্থা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করা শিক্ষার্থী। পাঁচটি প্রতিষ্ঠান এই শিক্ষার্থীদের তাদের প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে।

বুধবার (২০ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন, জাতীয় শিশু দিবস এবং চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) কমোডিটি মার্কেট চালুর অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী পাঁচজনকে বিএসইসির উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু,এমপি। বিশেষ অতিথি ছিলেন সিডিবিএল চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার প্রমুখ।

পাঁচজন শিক্ষার্থী যেসব প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হন:

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে চাকরি পেয়েছেন মো. জিলানী আহমেদ, থ্রি-আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডে চাকরি পেয়েছে-মো. আব্দুল ওয়াহেদ,ই-জেনারেশন লিমিটেডে আমরিন নাহার রিমি, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে সাদিয়া আফরিন তৃষা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) বিবি কুলসুম লিপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, বিএসইসির উদ্যোগে যে পাঁচজন দৃষ্টি প্রতিবন্ধীকে চাকরি ব্যবস্থা করেছে এরচেয়ে মহতী উদ্যোগ আর হতে পারে না। এজন্য আমি বিএসইসির চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ করছে। আমরা সবাই মিলে কাজ করলে এই স্মার্ট বাংলাদেশ করা সম্ভব।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, সমাজে যারা উপেক্ষিত তাদের জন্য আমরা কিছু করব। ঢাবির ৫ জন দৃষ্টি প্রতিবন্ধী মাস্টার ডিগ্রিধারীর চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। প্রত্যেকটা দিবসে যেন শুধু বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ না থাকে তাই আমরা চেষ্টা করে যাচ্ছি।

শেয়ার