নীলফামারীতে বাবার কবর দিতে ছেলের বাঁধা প্রসাশনের হস্তক্ষেপে দাফন সম্পুন্ন।
শুক্রবার (২৯ মার্চ ) নীলফামারী সদর উপজেলার চাপড়া ইউনিয়নের জাদুরহাট বাটুল টারিতে জমির জন্য বাবাকে করব দিতে বাধা দেয় ছেলে নওশাদ আলী।
এ-বিষয়ে জানতে চাইলে চাপড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার মাহাবুল ইসলাম জানান, মৃত মুজিবুর রহমানের দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী চার সন্তান রয়েছে। প্রথম স্ত্রীর তিন সন্তানের কাছে ৩ শতাংশ জমি বিক্রি করে দেয় বাবা মজিবর। মৃত্যুর আগে দ্বিতীয় স্ত্রীকে দুই শতাংশ ও ছোট ছেলেকে পাঁচ শতাংশ জমি লিখে দেন তিনি।
বাবা মজিবর রহমানের মোট জমি দশ শতাংশ তার মধ্যে তিন ছেলে ওয়াজেদ আলী, খয়রাত আলী ও নওশাদ আলীর কাছে তিন শতাংশ জমি বিক্রি করেন মৃত মজিবর রহমান, কিন্তু জমি রেজিস্ট্রি না দিয়ে মারা যান তিনি।
বাবা মজিবুর রহমানের মৃত্যুর আগে তিন ছেলের কাছে বিক্রি করা সম্পত্তি রেজিস্ট্রি করে না দেওয়ায় বাবার লাশ আটকে কবরে শুয়ে পড়ে ছেলে নওশাদ আলী। পরের স্থানীয় ও নীলফামারী সদর থানার হস্তক্ষেপে লাশ দাফন সম্পন্ন হয়।
এসকে