Top

ঝিনাইগাতীতে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া

০২ এপ্রিল, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ
ঝিনাইগাতীতে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া
শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

নির্বাচন কমিশনারের ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে ঝিনাইগাতী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। অনলাইনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৫ এপ্রিল। যাচাই-বাছাই ১৭ এপ্রিল। প্রতিক বরাদ্দ ২৩ এপ্রিল। নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে। এ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী ও সমর্থকরা মাঠে নেমে পড়েছেন। সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। শুরু হয়েছে প্রার্থীদের নিয়ে নানা জল্পনা-কল্পনা। কার জেতার সম্ভাবনা আছে কার নেই এনিয়ে ভোটারদের মাঝেও চলছে চুল চেরা বিশ্লেষণ।

উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী হতে ইচ্ছুক যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি সমর্থীত স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান বেলু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, উপজেলা জাসদের সাধারন সম্পাদক একেএম সামেদুল হক।

পুরুষ ভাইস চেয়ারম্যানদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন, বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, যুবলীগ নেতা রকিবুল ইসলাম রুকন, মোঃ কাদের মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহুরুল ইসলাম মেহেদী, মোঃ কামরুজ্জামান, ফজলুল করিম, মান্নান মিয়া, শাহ আলম, হাফেজ মৌলানা হারুন অর রশিদ মোল্লা, মোনায়েম হোসেন মনির।

মহিলা ভাইস চেয়ারম্যানদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, জেসমিন আক্তার, শেফালী বেগম, আকলিমা খাতুন, আঞ্জুমানারা, সুফিয়া বেগম।

শেয়ার