Top
সর্বশেষ

রংপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

০৮ এপ্রিল, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ
রংপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রংপুরে অসহায় ও দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার হিসাবে ১৫০টি লুঙ্গি ও ৩৫০টি শাড়ি বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) রংপুর মহানগর আওয়ামী লীগ অফিসে ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম ও রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো, রিপন বাবুসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় আবুল কাশেম বলেন, ‘আপনারা যে সহায়তা পাচ্ছেন সেটা শেখ হাসিনার উপহার। আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন আপনারা ততদিন সহযোগিতা পেয়ে যাবেন। দেশে হতদরিদ্র পরিবারদের যত সহযোগিতা প্রধানমন্ত্রী করছেন, অন্য কোনো রাষ্ট্রপ্রধান কোনোদিনও করেননি। তাই আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা আপনাদের অনেক ভালোবাসেন।’

রিপন বাবু বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের ন্যায় এবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে।। বর্তমান সরকার জনবান্ধব সরকার। সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের কল্যাণে কাজ করছে সরকার।

 

শেয়ার