Top
সর্বশেষ

লালমনিরহাট বিএসএফ’র হাতে বাংলাদেশী যুবক আটক

১৫ এপ্রিল, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ
লালমনিরহাট বিএসএফ’র হাতে বাংলাদেশী যুবক আটক
রংপুর ব্যুরো :

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মাদক পারাপার করার সময় আমিনুর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৫ এপ্রিল) ভোরে ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত ৮৮৭ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। আটককৃত আমিনুর রহমান ওই এলাকার জাবেদ আলীর ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে,সোমবার ভোরে আমিনুর রহমানসহ কয়েকজন মাদক চোরাকারবারি ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন। এ সময় মাদক নিয়ে ফেরার পথে কুচবিহার জেলার মাথা ভাঙ্গা থানার বারোঘরিয়া এলাকার বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে।

পরে আমিনুর রহমানের সহযোগীরা পালাতে সক্ষম হলেও তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। আটককৃত আমিনুর রহমানের পরিবারের দাবী, সোমবার সন্ধায় আমিনুর রহমান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পরে কয়েকজন লোক তাকে ডেকে নিয়ে যান। পরে আর রাতে বাড়িতে আসেনি আমিনুর। এমতো অবস্থায় সকাল হলে স্থানীয়দের কাছ থেকে জানতে পান তাকে আটক করেছে ভারতীয় বিএসএফ। বড়খাতা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাফিজুল ইসলাম বলেন, সীমান্তে মাদক পারাপার করার সময় বিএসএফ এই যুবককে আটক করেছে। পরিবারের লোকজন বিষয়টি আমাদেরকে অবগত করেছেন।

তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম সাথে মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

এ বিষয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, বর্ডারে মাদক আনতে গিয়ে বিএসফের কাছে ওই যুবক আটক হয়েছে বলে ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরেছি।

এসকে

শেয়ার