বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, উপজেলা নির্বাচনের নামে দেশের মানুষকে আরেকবার ধাপ্পাবাজির দিকে নিয়ে যাওয়া হচ্ছে; নিজেদের প্রতীক নিয়ে নির্বাচনের সাহসও নেই আওয়ামী লীগের।
বুধবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আলোচনা সভায় এসব বলেন তিনি।
তিনি বলেন, মানুষের জীবনের নিরাপত্তা বলতে এখন কিছু নেই, ভয়ের পরিবেশ তৈরি করে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে চায়।
তিনি আরও বলেন, ৭ই জানুয়ারির কারচুপির নির্বাচনের পর নৌকা মার্কা নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস না থাকায় এখন দলীয় প্রতীক ছাড়া নির্বাচনের চেষ্টা করছে আওয়ামী লীগ। দেশের জনগণ নৌকাকে বয়কট করেছে।
আমীর খসরু বলেন, দেশে ভোট বলতে কিছু নেই, প্রকল্পের মাধ্যমে জাতিকে জিম্মি করে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে উপজেলা নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না।
বিএইচ