উত্তরের শীতপ্রবন জেলা ঠাকুরগাঁও।বরাবরই শীতের প্রকোপ লক্ষ্য করা যায় এই জেলায়। বৈশাখের তীব্র তাপে অতিষ্ঠ হয়ে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষের জীবন। তাই তীব্র দাবদাহ থেকে মুক্তি পাওয়ার আশায় ঠাকুরগাঁওয়ে বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯ টায় আলেম ওলামা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখারা সভাপতি মাওলানা খলিলুল্লাহর ইমামতিতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে প্রথম দিনের নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয় ।
ঠাকুরগাঁও পৌর শহরের,হাজীপাড়া,কালিবাড়ি, আর্ট গ্যালারি,সরকারপাড়া, বশিরপাড়া,গোয়ালপাড়া, ঘোষপাড়াসহ শহর কেন্দ্রিক শত শত মুসল্লি ও মাদ্রসার ছাত্ররা এতে অংশ নেন।
নামাজ পড়তে আসা মুসল্লিরা জানায়, একটি জাতী যখন পাপ ও গুনাহের মধ্য ডুবে যায় তখন আল্লাহ তায়ালা তার বান্দাদের তার পথে ফিরে আসার সুযোগ দেন। আমাদেরকেও আল্লাহ এমন সুযোগ দিয়েছেন।
তারা আরও বলেন, আমাদের কৃতকর্মের ফল এসব। এর থেকে পরিত্রান পেতে আলেম-ওলামা পরিষদের আয়োজনে তিন দিনেব্যাপী নামাজে আমরা মহান আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আমাদের গুনাহের ক্ষমা প্রার্থনা করেছি।
আলেম-ওলামা পরিষদের ঠাকুরগাঁও জেলা সভাপতি মাওলানা খলিলুল্লাহ বলেন, তীব্রতা প্রবাহ থেকে মুক্তি পেতে আমরা তিন দিনের সালাতুল ইসতিসকার প্রথম দিনের নামাজ আদায় করেছি।ধারাবাহিকভাবে আগামী রোববার ও সোমবার আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করব। যাতে আল্লাহ তায়ালা তার রহমতের দৃষ্টিতে তাকান এবং জমিন ভিজিয়ে দেন।
এসকে