আন্তর্জাতিক বাজারে চিনির দাম আরও নিম্নমুখী হয়েছে। গত সপ্তাহের সবশেষ কার্যদিবসেও (শুক্রবার, ২৬ এপ্রিল) ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) খাদ্যপণ্যটির দর কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে চিনির উৎপাদন বেড়েছে। অন্যান্য বৃহৎ উৎপাদক দেশেও ভোগ্যপণ্যটি বেশি উৎপাদিত হয়েছে। ফলে বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই দর হ্রাস হয়েছে।
আলোচ্য কার্যদিবসে আইসিইতে আগামী মে মাসের অপরিশোধিত চিনির চুক্তি মূল্য কমেছে শূন্য দশমিক ০৮ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ১৯ দশমিক ৪০ সেন্টে। সবমিলিয়ে ১ সপ্তাহে খাদ্যপণ্যটির দরপতন ঘটেছে ১ দশমিক ৭ শতাংশ।
একই কর্মদিবসে আসন্ন আগস্টে সাদা চিনির সরবরাহ মূল্য সামান্য নিম্নগামী হয়েছে। প্রতি মেট্রিক টনের দাম নিষ্পত্তি হয়েছে ৫৬৩ ডলার ৭০ সেন্টে।
বিশ্বখ্যাত চিনি শিল্প গ্রুপ ইউনিকা জানিয়েছে, ব্রাজিলের মধ্য-দক্ষিণ অঞ্চলে সবচেয়ে বেশি চিনি উৎপাদিত হয়।চলতি এপ্রিলের শুরুতে সেখানে তা তৈরি হয়েছে ৭১ হাজার টন। ২০২৩ সালের একই সময়ের চেয়ে যা ৩০ দশমিক ৯৭ শতাংশ বেশি।
এসঅ্যান্ডপি গ্লোবাল কম্মোডিটি ইনসাইটসের এক জরিপে দেখা যায়, পূর্ণ মেয়াদের ব্রাজিলে ৬ লাখ ৮৯ হাজার ৩০০ টন চিনি উৎপাদন হতে পারে।
এছাড়া যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যটির উৎপাদন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাছাড়া বিশ্বের অন্যতম অপর শীর্ষ উৎপাদক ভারত, থাইল্যান্ডে চিনির উৎপাদন বাড়তে পারে।
এএ