নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদে উপ- নির্বাচনে প্রয়াত মেয়র ইলিয়াস হোসেন বাবলুর ছেলে নাসিব সাদিক নোভা (নারিকেল গাছ) প্রতিক নিয়ে ১২ হাজার ৫ শত ৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী (রেল ইঞ্জিন) প্রতিক নিয়ে ৮ হাজার ৭ শত ৬৭ ও জামায়াত সমর্থিত প্রার্থী প্রভাষক ছাদের হোসেন (মোবাইল ফোন ) প্রতিক নিয়ে ৩ হাজার ৩ শত ৫৮ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, রবিবার (২৮ এপ্রিল) সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পযর্ন্ত ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ১৮টি ভোট কেন্দ্রে ১১৭ টি বুথে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে নাসিব সাদিক নোভা ১২৫৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার একশত ৯১ জন।
উল্লেখ, নীলফামারী–৩ সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল পৌরসভার নির্বাচনে বিএনপি নেতা (বহিষ্কৃত) রেল ইঞ্জিন প্রতীকের প্রার্থীর পক্ষে বিভিন্ন মাধ্যমে ভোটারদের ওপর চাপ সৃষ্টি করছেন। যার ফলে সাধারণ ভোটারের মাধ্যমে বিভ্রান্তি দেখা দিয়েছে। এতে করে সাধারণ ভোটারেরা ভোট প্রদানে উৎসাহ হারিয়ে ফেলেছে।
তবে জলঢাকা পৌরসভার সাধারণ মানুষ তাদের পছন্দের মানুষ নাসিব সাদিক নোভাকে ভোট দিয়ে জয় যুক্ত করেছেন।
এসকে