Top

উপজেলা নির্বাচনে আবুজার রহমানের মনোনয়নপত্র বৈধ

০৫ মে, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ
উপজেলা নির্বাচনে আবুজার রহমানের মনোনয়নপত্র বৈধ
শিমুল খান :

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নীলফামারী সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবুজার রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নীলফামারী জেলা রিটার্নিং কর্তকর্তা।

অতিরিক্ত জেলা প্রশাসক বিরোদা রানী রায় রোববার বিকেলে এই সিদ্ধান্তের কথা জানান। মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে চেয়ারম্যান প্রার্থী আবুজার রহমানের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা দেন। রিটার্নিং কর্মকর্তা বলেন, চেয়ারম্যান পদে আবুজার রহমানের সকল কাগজপত্র দাখিল করেছেন তার সবকিছু সঠিক পাওয়া গেছে।

নীলফামারী সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন পাঁচ জন। তারা হলেন, তপন কুমার রায়, দীপক চন্দ্র চক্রবর্তী, মো. আবুজার রহমান, মো, তরিকুল ইসলাম ও শাহিদ মাহমুদ।

ব্যাংকে ঋণ খেলাপী থাকায় চেয়ারম্যান প্রার্থী শাহিদ মাহমুদের মনোনয়ন অবৈধ বলে ঘোষনা করা হয়েছে।

তৃতীয় ধাপের এ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোট হবে ২৯ মে।

এসকে

 

শেয়ার