Top

সুন্দরবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

০৬ মে, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ
সুন্দরবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

বন বিভাগের পর এবার সুন্দরবনের আমরবুনিয়ার লতিফের সিলা এলাকায় লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার (৬ মে) ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লে. কর্নেল তাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণের কথা জানান।

তিনি বলেন, সোমবার ১০টা ৩৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। শনিবার থেকে টানা ৪৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বনবিভাগ, বিমানবাহিনী ও স্থানীয় শতশত স্বেচ্ছাসেবক।

ফায়ার সার্ভিসের পরিচালক আরও বলেন, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। কোথাও আগুনের ফুলকি বা ধোঁয়া নেই। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আরও ২ দিন কাজ করবেন কালো ছাই সাদা করার জন্যে। এরপরে ফায়ার সার্ভিসের কর্মীরা বনত্যাগ করবেন।

এর আগে রোববার বিকেলে সুন্দরবন আগুন নিয়ন্ত্রণ এসেছে বলে সাংবাদিকদের জানান খুলনা অঞ্চলের বন সংরক্ষণ মিহির কুমার দো। আর এ দিন সন্ধ্যায় প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী খুলনায় প্রেস ব্রিফিং এ আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেন।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লে. কর্নেল তাজুল ইসলামের সঙ্গে এ সময় নৌবাহিনীর কর্মকর্তা কমান্ডার মো. বাশারুল ইসলাম, চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব, মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, মোংলা থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে আমরবুনিয়া ফরেস্ট ক্যাম্পের অধীনে লতিফের সিলা এলাকায় আগুন লাগার খবর পান বন বিভাগের কর্মকর্তারা।

বিএইচ

শেয়ার