ভোট ডাকাতি ,কারচুপি ও জাল ভোট দেয়ার অভিযোগ এনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা জিএম পারভেজ সেলিম বেলা ১ টার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
এর আগে তিনি সদল বলে কঞ্চিপাড়া একাডেমী কেন্দ্রে প্রবেশ করে সাংবাদিকদের দেখে গালাগাল করতে থাকেন। তিনি এবং তার লোকজন সাংবাদিকদের লাঞ্চিত করেন।
এসময় তিনি মাছরাঙা টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল ও যমুনা টেলিভিশনের প্রতিনিধি জিল্লুর রহমান পলাশের উপর চড়াও হন। পরে পুলিশ,সাংবাদিক, বিজিবি চলে আসায় সাংবাদিকরা নিরাপদে চলে যান। এরপর প্রাথী জিএম পারভেজ সেলিম সাংবাদিকদের ডেকে ভোট কেন্দ্রের এক কোনে নিয়ে ভোট বর্জনের ঘোষণা দেন।
এসকে