প্রথম ধাপে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় পরিষদ নির্বাচনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।
পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. রুহুল আমীন বাবুল (আনারস) প্রতীকে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপর দিকে হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লিয়াকত হোসেন বাচ্চু (কাপ পিরিচ) কে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (৮ মে) রাত সাড়ে ১০ টার দিকে লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. লুৎফুল কবীর সরকার দুই উপজেলার ফলাফল ঘোষণা করেন।
পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মো. রুহুল আমীন বাবুল (আনারস) প্রতীকে ৫৬ হাজার ১শ ৪৩টি ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ওয়াজেদুল ইসলাম শাহীন (ঘোড়া) প্রতীকে ৯ শত ৩৫টি ভোট পান। এছাড়াও মোঃ রেজাউল করিম (টেলিফোন) প্রতীকে ৩শ ৫৩টি ভোট পেয়েছেন।
পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মোফাজ্জল হোসেন (টিউবওয়েল) প্রতীকে ২৯ হাজার ১শ ৩৬টি ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুলা-আল মামুন (চশমা) প্রতীকে ২৭ হাজার ২শ ৯৪টি ভোট পান।
পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বেজ্ওয়ানা পারভীন (ফুটবল) প্রতীকে ২৬ হাজার ২১টি ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছা. লতিফা আক্তার (কলস) প্রতীকে ২০ হাজার ২শ ১২টি ভোট পান। এছাড়াও মির্জা সাইরী তানিয়া (পদ্মফুল) প্রতীকে ১০ হাজার ২শ ৭৭টি ভোট পেয়েছেন।
হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী লিয়াকত হোসেন বাচ্চু (কাপ পিরিচে) প্রতীকে ৩৪ হাজার ৯শ ৩ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মশিউর রহমান মামুন (ঘোড়া) প্রতীকে ৩৩ হাজার ৪ শত ৮১ ভোট পেয়েছেন। অপর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহানা ফেরদৌসী সীমা ১৩ হাজার ৩৭ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আলাউদ্দিন (মাইক) প্রতীকে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন সুলতানা সাথী নির্বাচিত হয়েছেন।
এসকে