দখল, দূষণে মৃতপ্রায় হয়ে গেছে রংপুর নগরীর প্রাণ একমাত্র খাল শ্যামাসুন্দরী। সিটি করপোরেশন নানা উদ্যোগ নিয়েও দখলদারদের হাত থেকে খালটি রক্ষা করতে পারছে না। এখানেই শেষ নয়, নগরীর বাসিন্দাদের ফেলে দেওয়া ময়লা আবর্জনায় মরতে বসেছে ঐতিহ্যবাহী খালটি। নগরবাসী বলছে, যদি এই খালটি প্রাণ ফিরে পায় তাহলে বাচঁবে রংপুর নগরী। অন্যথায়, নানা সমস্যায় পড়তে হবে সিটির বাসিন্দাদের।
মেয়র মোস্তফা নিবার্চিত হওয়ার পর থেকেই শ্যামাসুন্দরী রক্ষায় নানান উদ্যোগ করছেন। কিন্তু অজ্ঞাত কারনেই মেয়রের উদ্যোগ বারবার থেমে যাচ্ছে। দ্বিতীয় দফায় নিবার্চিত হওয়ার পর তার প্রথম এজেন্ডা শ্যামাসুন্দরী রক্ষা। তার ধারাবাহিকতায় বৃহৎ একটি প্রকল্প হাতে নিয়েছেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলছেন, সিটি করপোরেশন থেকে নগরবাসীকে বারবার সতর্ক করা হচ্ছে, শ্যামাসুন্দরী খালে যাতে ময়লা আবর্জনা ফেলা না হয় ।
কিন্তু কেউই কর্ণপাত করছেন না । তাই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে শ্যামাসুন্দরী খালের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছে বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটির প্রধান সমন্বায়ক জহুরুল ইসলাম রবি বলেন, একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তেই তাদের এই উদ্যোগ।
শনিবার সকাল থেকে দিন ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন তারা। এ অভিযানে সংগঠনটির ১ হাজার স্বেচ্ছছাসেবক অংশ নিয়েছেন। রংপুর নগরীর ভিতর দিয়ে বয়ে যাওয়া খালটি প্রায় ১৬ কিলোমিটার হলেও, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এর ৫ কিলোমিটার পরিষ্কার করা হচ্ছে।
একদিনে এ কাজ সমাপ্ত করতে খালটির ১৫ টি পয়েন্ট চিহ্নিত করে কাজ করছে স্বেচ্ছাসেবকরা। এর আগে সকালে রংপুর স্টেডিয়ামে এর উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী উম্মে ফাতিমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার জাকির হোসেন। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশ নেন এতে। পরে সেখানে উপস্থিত অতিথিসহ সকলকে শ্যামাসুন্দরী খাল পরিষ্কার রাখার শপথ করান বিভাগীয় কমিশনার জাকির হোসেন।
এসকে