Top
সর্বশেষ

রাজীবপুরে রানার হার মানতে পারছেন না এলাকাবাসী, পুনরায় ভোট গণনার দাবি

১২ মে, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ
রাজীবপুরে রানার হার মানতে পারছেন না এলাকাবাসী, পুনরায় ভোট গণনার দাবি
রংপুর প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলায় সম্প্রতি অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে রাজীবপুর উপজেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঘোড়া প্রতীককে হারিয়ে মাত্র ২৮০ ভোটের ব্যবধানে মো. শফিউল আলম আনারস প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। তবে শফিকুলের এ জয়ে রাজীবপুরের অধিকাংশ মানুষই সন্তুষ্ট নন। তারা বলছেন, সৎ ও জনগণের জন্য নিবেদিত রানাকে ষড়যন্ত্র করে হারানা হয়েছে।

জেলায় কর্মরত একাধিক সাংবাদিক নাম প্রকাশ না করা শর্তে বলেন, সুক্ষ্ম কারচুপি হয়েছে রাজিবপুরের নির্বাচনে। পুনরায় ভোট গণনা হলে সত্যটা বেরিয়ে আসবে।

সুজন কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সূর্য বলেন, রাজীবপুরের ভোট গণনা নিয়ে সর্বস্তরের মানুষের সন্দেহ রয়েছে। তাই ওই উপজেলায় আবারও ভোট গ্রহণ কিংবা গণনা জরুরি।

নির্বাচনে শফিউলের প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ১৭ হাজার ৭৪৬ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আরিফুল কবির রানা ঘোড়া প্রতীক পেয়েছেন ১৭ হাজার ৪৬৬ ভোট। উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৬১ হাজার। উপজেলা নির্বাচনে বিজয়ী মো. শফিউল আলম কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে। তবে সৎ ও মানবিক চেয়ারম্যান প্রার্থী হারায় ক্ষু্দ্ধ হয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে রাজিবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লিটু আহম্মেদ বলেন, পরাজিত প্রার্থী যদি আবেদন করে; তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

কুড়িগ্রাম জেলায় প্রথম ধাপে অনুষ্ঠিত তিনটি উপজেলা রৌমারী রাজীবপুর ও চিলমারী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নদ নদী বেষ্টিত উপজেলা চর রাজীবপুর। শিক্ষা স্বাস্থ্যে পিছিয়ে পড়া এ অঞ্চলের জনগোষ্ঠীর মাঝে এবারের নির্বাচন ছিল ব্যতিক্রম। নিজের ভাগ্য পরিবর্তনে জাতীয় সংসদ নির্বাচনে ভূমিকায় ছিল এ অঞ্চলের মানুষ। নেতা আসে নেতা যায় তবে রাজীবপুরবাসীর ভাগ্যের পরিবর্তন হয় না। এসব চিন্তা করে মানুষজন এলাকার উন্নয়ন ও বাস্তবায়নের জন্য আরিফুল কবির রানাকে ভোট দেন। তবে ভোটের ফল উল্টো হওয়ায় হতাশায় ভুগছেন সাধারণ ভোটাররা।

কথা হয় রাজীবপুর উপজেলার স্থানীয় বাসিন্দা মো. সুজন মাহমুদ এর সাথে। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে ভোট এলেই নানান প্রতিশ্রুতি দিয়ে এ অঞ্চলের মানুষের উন্নয়ন থেকে বঞ্চিত করে আসছে। গত নির্বাচনেও দেখেছি। এবার আমরা পরিবর্তন চেয়েছি। রানার মতো একজন মানবিক নেতাকে চেয়েও পেলাম না।

ঘোড়া প্রতিকের পরাজিত প্রার্থী আরিফুল কবির রানা জানান, রাজীপুরের ধুলাউড়ি, জাউনের চর ও বালিয়ামারি এই তিনটি কেন্দ্রের ফলাফল পুনরায় গণনার জন্য জেলা নির্বাচন অফিসার বরাবর আমি আবেদন করেছি। ফলাফল ঘোষণার সময় রাত ৮ টা হলেও কারচুপির জন্যই ওই তিনটি কেন্দ্রের ফলাফল রাত ১০টায় দেওয়ায় হয়েছে। ভোট পুনরায় গণনা করা হলে আমার বিজয় সুনিশ্চিত।

এসকে

শেয়ার