লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) এ চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবত প্রতারণান অভিযোগে হুমায়ুন কবির প্রিন্স (৪০) কে আটক করেছেন গাজীপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ”।
সোমবার (১৩ মে) দুপুরে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নিশ্চিত করে বলেন, ওই রাতেই গাজীপুর ডিবি পুলিশ তাকে গাজীপুর নিয়ে গেছেন। এর আগে রোববার রাতে উপজেলার দই খাওয়া বাজারে গাজীপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আটককৃত হুমায়ুন কবির প্রিন্স (৪০) হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের ভুটিয়ামঙ্গল গ্রামের মৃত আনসার মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাজীপুর জেলার টঙ্গীর পশ্চিম থানা এলাকায় বাসা ভাড়া নিয়ে একটি চক্র বানিয়ে সেখানে ট্রেনিং ইন্সটিটিউট চালু করে ভুয়া নিয়োগপত্র জারির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) এ চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবত প্রতারণা করে হুমায়ুন কবির প্রিন্স। মঙ্গলবার রাতে গাজীপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ এর একটি টহল দল উপজেলার দই খাওয়া বাজার থেকে হুমায়ুন কবির প্রিন্সকে গ্রেফতার করেন।
পরে গাজীপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের টহল দলটি গাড়ি যোগে হুমায়ুন কবির প্রিন্সকে নিয়ে গাজীপুররের উদ্দেশ্য রওনা করেন।
এ বিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাবেরুল ইসলাম মোনা বলেন, এনএসআই পদের চাকরি দেওয়ার প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করে গাজীপুর নিয়ে গেছেন।
এসকে