চলতি বছরের এপ্রিলে এশিয়ার বৃহত্তম অর্থনীতি চীনে প্রত্যাশার চেয়ে মূল্যস্ফীতি বেশি বেড়েছে। এছাড়া আরেক বৃহৎ অর্থনীতি জাপানের প্রবৃদ্ধি সংকুচিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় এশিয়াব্যাপী শেয়ারবাজার নিম্নমুখী হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, সোমবার (১৩ মে) জাপানের নিক্কেই ২২৫ সূচকের পতন ঘটেছে শূন্য দশমিক ১৩ শতাংশ। কার্যদিবস শেষে যা ৩৮১৭৯ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করছে।
দেশটির আরেক সূচক টপিক্স নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১৫ শতাংশ। দিন শেষে তা ২৭২৪ দশমিক ০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক স্থিতিশীল আছে। এখন যা ২৭২৭ দশমিক ২১ পয়েন্টে রয়েছে। কিন্তু দেশটির স্মল-ক্যাপ কোসডাক নিম্নগামী হয়েছে ১ দশমিক ১৩ শতাংশ। কর্মদিবস শেষে সূচকটি ৮৫৪ দশমিক ৪৩ পয়েন্টে নেমে গেছে।
অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচক অপরিবর্তিত আছে। এখন যা ৭৭৫০ পয়েন্টে অবস্থান করছে। তবে হংকংয়ের প্রধান সূচকের মান হ্যাং সেং শূন্য দশমিক ৭৬ শতাংশ বেড়েছে।
তবে দিন শেষে তা চীনের সিএসআই ৩০০ সূচক কমে দাঁড়িয়েছে ৩৬৬৪ দশমিক ৬৯ পয়েন্টে। দেশটির সাংহাই ইনডেক্সে নিম্নগামিতা তৈরি হয়েছে ৬ দশমিক ৫৩ শতাংশ। এখন যা ৩১৪৮ দশমিক ০২ পয়েন্টে অবস্থান করছে।
চীনের অর্থমন্ত্রী জানিয়েছেন, চলতি সপ্তাহে ১ ট্রিলিয়ন ইউয়ান মূল্যের দীর্ঘমেয়াদি বিশেষ ট্রেজারি বন্ড বিক্রি করা হবে। ইতোমধ্যে যা শুরু হয়েছে।
এই প্রেক্ষাপটে আমেরিকার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক শূন্য দশমিক ৩২ শতাংশ ঊধ্র্বমুখী হয়েছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে শূন্য দশমিক ১৬ শতাংশ। তবে নাসডাক কম্পোজিট শূন্য দশমিক ০৩ শতাংশ নিম্নগামী হয়েছে।