Top

বিশ্বজুড়ে শেয়ারবাজার চাঙা, দেশে বড় পতন

১৫ মে, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ
বিশ্বজুড়ে শেয়ারবাজার চাঙা, দেশে বড় পতন

আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দাম কমেছে। এতে বুধবার (১৫ মে) বিশ্বজুড়ে শেয়ারবাজার ব্যাপক চাঙা হয়েছে। তবে দেশের স্টক মার্কেটে বড় দরপতন ঘটেছে। সেই সঙ্গে লেনদেনও কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইয়াহু ফিন্যান্সের প্রতিবেদনে বলা হয়, এমএসসিআই অল-ওয়াল্র্ড শেয়ার সূচক রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আলোচ্য কার্যদিবসে যা ঊধ্র্বমুখী হয়েছে শূন্য দশমিক ১৩ শতাংশ। সবমিলিয়ে ২০২৪ সালে এখন পর্যন্ত সূচকটির উত্থান ঘটেছে ৮ শতাংশ।

ইউরোপে স্টকস সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। স্বাস্থ্যসেবা পণ্যের শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়ায় এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছে। আমেরিকার পুঁজিবাজার স্থিতিশীল আছে। তবে এশিয়ার বৃহৎ অর্থনীতি চীনের ব্লু-চিপ সূচক পড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ।

চলতি বছর আর সুদের হার বাড়াবে না মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। কারণ, মূল্যস্ফীতি কিছুটা কমতে পারে। তাতে প্রধান বৈশ্বিক মুদ্রা ডলারের দাম কমেছে। এছাড়া বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতনও মুদ্রাটির অবনমনের অন্যতম কারণ।

একই দিনে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতন ঘটেছে। পাশাপাশি লেনদেন কমেছে উভয় শেয়ারবাজারে।

ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৮ দশমিক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫২৭ দশমিক ৩৯ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১৪ দশমিক ১৪ পয়েন্ট হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৭ দশমিক ৭৮ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ১২ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১ হাজার ২১২ দশমিক ৯৬ পয়েন্টে নেমেছে।

এদিন ডিএসই’তে লেনদেন হয়েছে ৫২৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে যা ১৩৮ কোটি ৩ লাখ টাকা কম। দিনভর বাজারটিতে ৩৯৫টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬১টি কোম্পানির, কমেছে ৩০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

দেশের অপর পুঁজিবাজার সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬০ দশমিক ২২ পয়েন্টে। আর সিএসসিএক্স সূচক ৬৫ দশমিক ০২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৬৬৯ দশমিক ৬৭ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৫৫ পয়েন্ট কমে নেমেছে ১ হাজার ১৩৫ দশমিক ১২ পয়েন্টে। সিএসআই সূচক ১০ দশমিক ২২ পয়েন্ট হ্রাস পেয়ে পৌঁছেছে ১ হাজার ৪৫ দশমিক ৮৯ পয়েন্টে। আর ৮০ দশমিক ৪৪ পয়েন্ট কমেছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১২ হাজার ২১৩ দশমিক ৪২ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসের চেয়ে যা ১ কোটি ১১ লাখ টাকা কম। দিনভর বাজারটিতে ২৩৪ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

শেয়ার