Top

বিশেষ ট্রেডিং সেশনে ঊর্ধ্বমুখী ভারতের শেয়ারবাজার

১৮ মে, ২০২৪ ১০:৩৩ অপরাহ্ণ
বিশেষ ট্রেডিং সেশনে ঊর্ধ্বমুখী ভারতের শেয়ারবাজার

ভারতের শেয়ারবাজার ঊধ্র্বমুখী হয়েছে। শনিবার (১৮ মে) বিশেষ ট্রেডিং সেশনের শেষে সেনসেক্স ও নিফটি গ্রিন জোনে রয়েছে। মুম্বাই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স শূন্য দশমিক ১২ শতাংশ বা ৮৮ দশমিক ৯১ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তা ৭৪০০৫ দশমিক ৯৪ পয়েন্টে উঠেছে।

আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি শূন্য দশমিক ১৬ শতাংশ বা ৩৫ দশমিক ৯০ পয়েন্ট ঊর্ধ্বগামী হয়েছে। দিন শেষে যা ২২৫০২ পয়েন্টে দাঁড়িয়েছে। দেশটির ব্যবসাভিত্তিক সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, এদিন নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ -এর সূচক শূন্য দশমিক ৮২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

নিফটি ব্যাংক, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাংক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি মেটাল, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি এনার্জি, নিফটি প্রাইভেট ব্যাংক, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি কনজাম্পশন, নিফটি পিএসই, নিফটি সার্ভিস সেক্টর, নিফটি কনজিউমার ডিউরেবলস, নিফটি হেলথকেয়ার এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচক সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।

এই সূচকগুলো যথাক্রমে শূন্য দশমিক ১৭, শূন্য দশমিক ২৩, শূন্য দশমিক ১৭, শূন্য দশমিক ৬৭, শূন্য দশমিক ১১, শূন্য দশমিক ৬৭, শূন্য দশমিক ২৮, শূন্য দশমিক ৫৩, শূন্য দশমিক ৭৮, ১ দশমিক ২৪, শূন্য দশমিক ৩২, শূন্য দশমিক ১৬, শূন্য দশমিক ৩৯, শূন্য দশমিক ২৩, শূন্য দশমিক ১৬, ১ দশমিক ১০, শূন্য দশমিক ২৩, শূন্য দশমিক ৪৮, শূন্য দশমিক ৫৯ এবং শূন্য দশমিক ৪৭ শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে। ইন্ডিয়া ভিআইএক্সের সূচক ৩ দশমিক ৬৪ শতাংশ পর্যন্ত বেড়েছে।

শেয়ার