Top
সর্বশেষ

গাইবান্ধা সুন্দরগঞ্জে পানি ডুবে শিশুর মৃত্যু

১৯ মে, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ
গাইবান্ধা সুন্দরগঞ্জে পানি ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ লাবিব (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের বলরাম গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আব্দুল্লাহ লাবিব ওই গ্রামের মৃত ওসমান গনির ছেলে।

স্থানীয়রা জানান, শিশু আব্দুল্লাহ লাবিব বিকেলের দিকে বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে যায়। এসময় তাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন আশেপাশে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে এক প্রতিবেশী শিশু লাবিবকে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার করে। এসময় স্বজনরা শিশু নাহিদকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. মাহবুব আলম জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে কোনো অভিযোগ পাওয়া যায়নি এখনো।

এসকে

শেয়ার