Top
সর্বশেষ

তিস্তা নদীতে গোসলে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

১৯ মে, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ
তিস্তা নদীতে গোসলে নেমে স্কুল ছাত্রের মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদীতে চার বন্ধু মিলে গোসল করতে গিয়ে জিহাদ আলী (১৪) নামে এক কিশোর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মে ) বিকেলে ৫টায় উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মুন্সির বাজার এলাকার তিস্তা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ জলী উপজেলার কাশিরাম গ্রামের মৃত আবুল কালামের ছেলে। সে কালিগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয় এর অষ্টম শ্রেণির ছাত্র।
খোঁজ নিয়ে জানা গেছে, বিকেলের দিকে বাড়িতে না জানিয়ে চার বন্ধুর মিলে তিস্তা নদীতে গোসল করতে যান জিহাদ। গোসল করে সবাই ফিরলেও জিহাদের সন্ধান পাননি তার  বন্ধুরা। পরে স্থানীয় লোকজনের সহায়তায়  খোঁজাখুঁজির পর জিহাদকে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত্যু ঘোষণা করে।
নিহতের বন্ধু মুন্না বলেন, চার বন্ধু মিলে গোসলে নেমে হঠাৎ সে নদীতে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে তার লাশ পাওয়া যায়।
তুষভান্ডার ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তাহের বলেন, চার বন্ধু মিলে তিস্তা নদীতে গোসলের নামে। এ সময় জিয়াদ আলী নদীতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ওই কিশোরের লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
এসকে
শেয়ার