ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলায় মো. মোশারুল ইসলাম সরকার মোটরসাইকেল প্রতিকে চেয়ারম্যান, মো. আব্দুর রশিদ টিউবওয়েল প্রতীকে ভাইস-চেয়ারম্যান ও মাশহুরা বেগম হুরা কলস প্রতীকে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
গতকাল (২১শে মে) মঙ্গলবার ভোট গ্রহণ ও গণনা শেষে রাত সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. বেলায়েত হোসেন ফলাফল ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর উপজেলায় ১৮৫টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে চেয়ারম্যান পদে ১লাখ ৬ হাজার ছয়শত ৫৫ভোট পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হন। এছাড়াও তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলায় আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত আনারস প্রতীকে ১৪ হাজার দুইশত ৩১ ভোট কম পেয়ে পরাজিত হন।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মাশহুরা বেগম ১ লাখ ৩ হাজার আটশত ৮৫ ভোট পেয়ে কলস প্রতিকে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম সংসদ সদস্যের পুত্রবধূ প্রিয়া আগারওয়ালা ফুটবল প্রতীকে ছয়শত ১৭ ভোট কম পেয়ে পরাজিত হন।
এছাড়াও ভাইস-চেয়ারম্যান পদে আব্দুর রশিদ টিউবওয়েল প্রতীকে ১ লাখ পাঁচ হাজার পাঁচশত ৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন।
এর আগে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কোনো প্রকার অঘটন ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
এসকে