ভারতের মধ্যপ্রদেশের রাজগড় জেলায় একটি ট্রাক্টর-ট্রলি উল্টে চার শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। রোববার (২ জুন) রাত ৮টায় জেলার পিপলোদিতে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, মধ্যপ্রদেশের রাজগড় জেলার পিপলোদিতে রোববার রাত ৮টায় ট্রাক্টর-ট্রলি উল্টে চার শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন।
রাজগড়ের কালেক্টর হর্ষ দীক্ষিত ফোনে বার্তাসংস্থা পিটিআইকে জানান, আহতদের মধ্যে ১৩ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর দুজনকে মাথা ও বুকে ক্ষতের কারণে উন্নত চিকিৎসার জন্য ভোপালে নিয়ে যাওয়া হয়েছে।
দীক্ষিত বলেন, গুরুতর আহত ওই দুই ব্যক্তি শঙ্কামুক্ত। যার ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা নেই।
স্থানীয় এক কর্মকর্তা জানান, হতাহতরা একটি বিয়ের অনুষ্ঠানের অতিথি ছিলেন। তারা পাশের রাজ্য রাজস্থানের মতিপুরা গ্রাম থেকে এসেছিলেন এবং কুলামপুরে যাচ্ছিলেন।
বিএইচ