Top

উপজেলা নির্বাচন: চতুর্থ ধাপের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

০৫ জুন, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ
উপজেলা নির্বাচন: চতুর্থ ধাপের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে। বুধবার (৫ জুন) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

চতুর্থ ধাপের তফসিলে ৬০ উপজেলায় ভোটগ্রহণের ঘোষণা দেয় নির্বাচন কমিশন (ইসি)। তিন পদে ৭২১ প্রার্থীর বিপরীতে ভোটার দুই কোটি ১৭ লাখ ৩৪ হাজার ২৫৫ জন।

৭২১ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী রয়েছেন। পাঁচ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

৬০ উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা সাত হাজার ৮২৫টি। ভোটকক্ষ রয়েছে প্রায় ৬১ হাজার। এই ধাপের মোট ভোটার দুই কোটি ১৭ লাখ ৩৪ হাজার ২৫৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক কোটি ১১ লাখ ৮৮ হাজার ৫৬০ জন। নারী ভোটার এক কোটি সাত লাখ ৪৫ হাজার ৫৫৮ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১২৭ জন।

দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে চার ধাপে ৪৭৬টি উপজেলায় ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এরমধ্যে কিছু উপজেলায় মামলা জটিলতা, বৈধ প্রার্থীর মৃত্যু, ঘূর্ণিঝড় রিমালের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। বাকি ১৯টি উপজেলা পরিষদে নির্বাচনের সময় হয়নি। পরবর্তী সময়ে সেসব পরিষদে ভোট নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিএইচ

শেয়ার