কুমিল্লার বুড়িচং এ ৪০ কেজি গাঁজা বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন বুড়িচং থানার এএসআই সাখাওয়াত হোসেন ও কনস্টেবল মোরশেদ আলমসহ সিএনজি চালক মফিজ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র্যাব সিপিবি-২ এর লে. কমান্ডার মাহমুদুল হাসান।
গত ২ জুন (রবিবার) বুড়িচং উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের ভরাসার বাজার এলাকা থেকে মাদকসহ তাদের আটক করা হয়।
জানা যায়, পুলিশের এএসআই সাখাওয়াতের নেতৃত্ব ভরাসার বাজারের দিকে সিএনজি করে গাঁজা বিক্রি করতে যায়। মাদককারবারীদের ধরতে একটি চেক পোস্ট বসানো হয়। সন্দেহবসত একটি সিএনজিকে দাঁড়াতে বললে তারা না দাঁড়িয়ে চলে যেতে চাইলে তাদের ড্রাইভারসহ ৩ জনকে ৪০ কেজি গাঁজাসহ আটক করা হয়। আরেকজন কৌশলগত পরিকল্পনা করে পালিয়ে যায় বলে জানায় র্যাব।
আটককৃত ব্যক্তিরা হলেন, ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার ফতেউল্লাপুর গ্রামের সাখাওয়াত হোসেন (৪০), তিনি পুলিশের এএসআই হিসেবে বুড়িচং উপজেলায় কর্মরত, চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ উপজেলার করেরহাট পশ্চিম পলিনগর এলাকার খোরশেদ আলমের ছেলে মোরশেদ আলম (৩৩) তিনি বুড়িচং থানার পুলিশ কনস্টেবল ও বুড়িচং উপজেলার হরিপুর দক্ষিণ পাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে মফিজ (৩৯) তিনি পেশায় সিএনজি চালক।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে র্যাব-১১ এর একজন কর্মকর্তা বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করে।
এ বিষয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার ওসি আবুল হাসানাত খন্দকার বলেন, সাখাওয়াত বুড়িচং থানার রিজার্ভ এএসআই ও মোরশেদ কনস্টেবল। ওনারা মাদক নিয়ে নিয়ে আটক হয়েছে এমন খবর আমি জানিনা।
কুমিল্লা র্যাব সিপিবি-২ এর লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, আমরা আসামি আটক করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেছি।
এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম বারের মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেনি।
এসকে