চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে স্কুটির পেছনে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ বা কাউকে আটক করা হয়েছে কিনা তা জানা যায়নি।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে হক্কানী পেট্রোল পাম্প সংলগ্ন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আকবর শাহ থানার বিশ্ব কলোনি এম ব্লকের জামাল উল্লাহ’র ছেলে মেহেদী হাসান আরিফ (২৮) এবং একই এলাকার এন ব্লকের মৃত ইয়াসিন বাবুলের ছেলে শারমিন আক্তার (২২)। নিহত শারমিন চট্টগ্রাম আইন কলেজের এল.এল বি প্রথম বর্ষের শিক্ষার্থী। তারা দুজনেই বন্ধু ছিলেন বলে জানা গেছে।
নিহত শারমিনের ভাই জয় মামুন বলেন, ‘আরিফ ভাই এবং আমার আপু বন্ধু ছিলেন। তারা স্কুটিতে করে আকবর শাহ থেকে কোর্ট বিল্ডিং যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় মেহেদী হাসান আরিফ এবং শারমিন আক্তারকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’
এ ঘটনায় ট্রাক চালককে আটক করা গেছে কিনা- সে বিষয়ে জানতে পাহাড়তলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কেপায়েত উল্লাহকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
এসকে