ঐতিহাসিক ছয় দফা দিবস আজ। পাকিস্তানি দুঃশাসন থেকে মুক্তির কৌশলপত্র হিসেবে ১৯৬৬ সালের এই দিনে ছয় দফা প্রস্তাব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইতিহাসবিদ ও রাজনীতিবিদদের মতে, বঙ্গবন্ধুর প্রস্তাবিত ছয় দফাই, বাঙালি জাতির মুক্তির সনদ।
পাকিস্তান রাষ্ট্র গঠনের পর থেকেই অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সামরিকসহ সর্বক্ষেত্রে বৈষম্যে পূর্ব অংশের মানুষের মধ্যে ক্ষোভ দানা বেধেছিলো দীর্ঘদিন ধরেই। এরই ধারাবাহিতকায় ১৯৬৬ সালের ৭ জুন, ঐতিহাসিক ছয় দফার পক্ষে দেশব্যাপি শুরু হয় তীব্র গণ-আন্দোলন। আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি, ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআর-এর গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ শহীদ হন এগারো জন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোসহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় বাংলার মানুষ।
ফেডারেল রাষ্ট্র গঠন ও পূর্ণ স্বায়ত্ত্বশাসনের দাবি নিয়ে ৬৬ সালে লাহোরে বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মেলনে ছয় দফা প্রস্তাব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেন্দ্রের ক্ষমতা নির্ধারণ, আলাদা মুদ্রানীতির ধারণা, রাজস্ব আদায়, বৈদেশিক বাণিজ্য এবং আঞ্চলিক সেনাবাহিনীর দাবি তোলেন। ঐতিহাসিক ৬-দফাভিত্তিক নিয়মতান্ত্রিক আন্দোলনই পর্যায়ক্রমে বাঙালির স্বাধীনতা সংগ্রামের ভীত রচনা করে। বঙ্গবন্ধুর দূরদৃষ্টি ও রাজনৈতিক বিচক্ষণতায় ৬ দফা পরিণত হয় বাংলাদেশের স্বাধীনতা ও সার্ভভৌমত্ব প্রতিষ্ঠার মূলমন্ত্রে।
ছয় দফার মূলমন্ত্র কেন্দ্র করেই পরবর্তীতে কৃষক ও শ্রমজীবী মানুষের সম্পৃক্ততায় এগারো দফা ও উনসত্তরের গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে বাঙালি খুঁজে পায় স্বাধীনতার দিশা। এরই ধারাবাহিকতায় ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।
প্রতিবছরের মত এবারও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।
আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
সকাল ৮ টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। এছাড়াও বিকাল সাড়ে তিনটায় তেজগাঁওস্থ ঢাকাজেলা আওয়ামী লীগের কার্যলয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এম জি