কুমিল্লা সদর দক্ষিণ বারপাড়া ইউনিয়নের দক্ষিণ যাত্রাপুর এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
শনিবার (৮ জুন) দিবাগত গভীর রাতে বাড়ির ছোট বাচ্চা থেকে শুরু করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে এ ডাকাতি সংঘটিত করে।
ডাকাতরা ৫ ভরি স্বর্ণ, নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
ভুক্তভোগী ওই পরিবারের হাসান জানান, রাত ৩টার দিকে ১৫-২০ জনের ডাকাত দল বাড়ির গেট ভেঙে অস্ত্রের মুখে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় আমাকে ও পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি রুমের আলমারি ভেঙে ফেলে ডাকাতরা। শারীরিক ক্ষতি না করার শর্তে চাবি দিয়ে দিলে আলমারিতে থাকা ৫ ভরি স্বর্ণ ও নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শনকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবদুল হাই বাবলু বলেন, ডাকাতির ঘটনাটি শুধু এ গ্রামে নয় সদর দক্ষিণের প্রায় এলাকায় এমন ঘটনা ঘটছে। প্রশাসন বিষয়টি অবগত হয়েও কেন পদক্ষেপ নিচ্ছেনা তা আমরা জানিনা। দ্রুত এ ডাকাতের ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনুন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূঁইয়া বলেন, ডাকাতির ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করতে আমাদের টিম নিরলস কাজ করে যাচ্ছে।
এসকে