Top

চট্টগ্রামে দুই গ্রুপের মারামারি, ছুরিকাঘাতে যুবক খুন

০৯ জুন, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ
চট্টগ্রামে দুই গ্রুপের মারামারি, ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার গোল চত্বরের পাশে মোটরসাইকেলের সাইলেন্সারের পাইপের শব্দ করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারিতে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রবেশ মুখের আগে ওজন স্কেল অংশে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মনিরুজ্জামান রাফি (২৫)। তিনি বন্দর থানার মধ্যম হালিশহর এলাকার বাকের আলী ফকিরের টেক মালুম বাড়ির বাসিন্দা। আহত অপর যুবকের নাম মো. রায়হান (২৬)। তিনিও একই এলাকার বাসিন্দা।

জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া চারজন হলেন, মো. শাহরিয়ার আহমেদ (২০), তাহরিয়ার আহমেদ বাঁধন (২০), মারুফ চৌধুরী (২১) ও মো. জুবায়ের বাশার (৩৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে উভয় গ্রুপই পতেঙ্গা সৈকত এলাকায় ঘুরতে যায়। একপর্যায়ে সৈকতের গোলচত্বর এলাকায় মোটরসাইকেলের সাইলেন্সার পাইপে শব্দ করাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি তাৎক্ষণিক সমাধান হলেও একপক্ষ প্রতিশোধের অপেক্ষায় টানেলের মুখে অবস্থান নেয়। পরবর্তীতে আবারও তাদের মধ্যে মারামারি হয় এবং ছুরিকাঘাত করলে রাফি ও রায়হান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে রাফিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে আমরা চারজনকে থানায় এনেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’

নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা বলেন, ‘দুই গ্রুপের চারজন যুবক রাতে সৈকত এলাকায় মোটরসাইকেল নিয়ে ফুর্তি করতে গিয়েছিলেন। এসময় মোটরসাইকেলের যে সাইলেন্সার পাইপ রয়েছে সেই পাইপ দিয়ে বিকট শব্দ করাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একপর্যায়ে মারামারি হয় এবং একপক্ষ আরেক পক্ষকে ছুরিকাঘাত করে।’

‘যে চারজন সেখানে ছিলেন তারমধ্যে একজন বন্দরের, একজন হালিশহরের। বাকি দুইজন কাজীর দেউড়ি এলাকা থেকে গিয়েছিলেন। আহত দুইজনের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন আরেকজন চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থলে উপস্থিত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’

তারা কোনো রেসিং গ্রুপের সাথে সংশ্লিষ্ট কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে এমন কিছু জানা যায়নি। তারা মূলত বেড়াতেই গিয়েছিলো সৈকত এলাকায়।’

এসকে

শেয়ার