Top

গো খাদ্যের দাম বাড়ায় গরুর ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কুমিল্লার খামারীরা

০৯ জুন, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ
গো খাদ্যের দাম বাড়ায় গরুর ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কুমিল্লার খামারীরা
কুমিল্লা প্রতিনিধি :

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার খামারিরা। তারা নিয়মিত পশুর যত্ন নিচ্ছেন। তবে গো-খাদ্যের মূল্য বেশি হওয়ায় কোরবানির হাটে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কুমিল্লা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবার দুই লাখ একচল্লিশ হাজার ৬৪টি পশু কোরবানির চাহিদা রয়েছে। তার বিপরীতে এবার পশু রয়েছে দুই লক্ষ এক চল্লিশ হাজার ৬৪টি। প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, জেলায় কোরবানির জন্য যে পরিমাণ পশু রয়েছে তাতে চাহিদা মিটিয়ে প্রায় ৮ হাজারের অধিক পশু উদ্বৃত্ত থাকবে। জেলা প্রশাসন তথ্যমতে, কুমিল্লায় স্থায়ী পশুর হাট রয়েছে ৭৫টি। কোরবানি ঈদকে কেন্দ্র করে এ পর্যন্ত অস্থায়ী হাটের অনুমোদন দেয়া হয়েছে ৩১০টি। তবে অস্থায়ী হাটের সংখ্যা আরও বাড়তে পারে।

নগরীর নেওড়া এলাকার খামারি মনির বলেন, ‘আমার খামারে বর্তমান কোরবানিযোগ্য পশু আছে ৮০টি। তবে খাদ্য-খাবারের যে দাম, লাভ করা খুবই কঠিন ব্যাপার। তারপরও আমরা এটা করে চলতে হয়। এটাই আমাদের পেশা।

খামারি রুহুল আমিন বলেন, আমি দীর্ঘ ৮ বছর ধরে গরু পালন করছি। এবছর আমার খামারে ১৫০টি গরু কোরবানির জন্য বিক্রি করা হবে। তবে গতবছরের তুলনায় এবার গো-খাদ্যের দাম যেভাবে বেড়েছে তাতে গরুর দাম বেশি হওয়াটা স্বাভাবিক। গতবছরের তুলনায় একটু দাম বেশি না হলে খামারিরা বাঁচবে না। আমরা দাম না পেলে গরু বিক্রি করতে পারবনা

এবারও কোরবানির পশুর দাম চড়া হবে বলে জানান আরেক খামারি আবু বকর। এর কারণ প্রসঙ্গে তিনি বলেন, উৎপাদন খরচ বেশি হয়েছে। তাই একটু লাভ করতে হলে বেশি দামে পশু বিক্রি করতে হবে। আশা করছি, এবার ঈদে ভালো দাম পাবো। আমি সবসময় দেশী গরু বিক্রি করি।

কুমিল্লা নগরীর সবচেয়ে বড় পশুর হাট নেওরা বাজার হাটের ইজারাদার রতন জানান, প্রায় খুটি বিক্রি করা শেষ। মোটামুটি কোরবানির পশু আসা শুরু হয়েছে। ঈদের ৪/৫ দিন আগে থেকে হাট জমে উঠবে।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার বলেন, জেলার চাহিদা মিটিয়ে বিগত বছরের তুলনায় এবার প্রায় ৮ হাজার পশু উদ্বৃত্ত থাকবে। দাম প্রসঙ্গে তিনি বলেন, গরু পালনের ক্ষেত্রে মোটামুটি ৭০ শতাংশ কৃষক ঘাসের ওপর নির্ভরশীল হয়ে গেছে। ফলে গতবার যেমন বাজার স্বাভাবিক ছিল, এবারও স্বাভাবিক থাকবে।

এসকে

শেয়ার