Top

নান্দাইলে মাদকের খবর প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলা

১৩ জুন, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ
নান্দাইলে মাদকের খবর প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলা
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের নান্দাইলে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জালাল উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে উপজেলার বাণিজ্য বাজারে ঘটনাটি ঘটেছে।

আহত সাংবাদিক জালাল উদ্দিন দৈনিক জনতা পত্রিকায় নান্দাইল প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এ ঘটনায় জহিরুল ইসলাম (৩০) নামের এক যুবকে আটক করা হয়েছে। তিনি উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

জানা যায়, কোরবানির গরু কেনার জন্য বৃহস্পতিবার বিকালে ওই বাজারে যান জালাল উদ্দিন মন্ডল। তখন অতর্কিত বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করেন জহিরুল। হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

আহত সাংবাদিক জালাল উদ্দিন মন্ডল জানান, কিছু বুঝে উঠার আগেই জহিরুল আমার মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। তখন সে চিৎকার করে বলতে থাকে ‘বড় সাংবাদিক হইছস? মাদক নিয়ে লেখালেখি করস? তুই আজকে শেষ’। আমাকে রক্ষা করতে এসে স্থানীয় যুবক খুররমও গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসী জহিরুল একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। মাদকের বিরুদ্ধে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে সে এই হামলা চালিয়েছে।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি আঃ মজিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক জহিরুলকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

এসকে

শেয়ার