Top

মানিকগঞ্জে পর্যটন কেন্দ্র না থাকায় ঘুরতে আসছে বেউথা ব্রিজে

২৩ জুন, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ
মানিকগঞ্জে পর্যটন কেন্দ্র না থাকায় ঘুরতে আসছে বেউথা ব্রিজে
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে শহরে কোন পর্যটন কেন্দ্র ও বিনোদন কেন্দ্র না থাকায় ছুটির দিনগুলোতে মানুষ ভিড় জমাচ্ছেন মানিকগঞ্জ পৌরসভা অন্তর্গত বেউথা ব্রিজে।

ঈদের ছুটির দিনগুলোসহ বিভিন্ন উল্লেখযোগ্য ছুটিতে বিকাল বেলায় ঘুরতে হাজার হাজার মানুষ ভিড় জমায় বেউথা ব্রিজে।

জনগণ বলছেন শহরে পর্যটন এলাকা না থাকায় মানুষ একপ্রকার নিরুপায় হয়ে এখানে ঘুরতে আসছেন।

জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলায় বিনোদন জন্য সেই রকম কোনো ব্যবস্থা না থাকলেও শিশুদের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে মানিকগঞ্জ শিশু পার্ক নামে একটি পার্ক আছে । তবে অযত্ন অবহেলায় এই পার্কটিতে কোন শিশু কিংবা কোন শিশুর অভিভাবক কেউই আসে না ।

পর্যটন কেন্দ্র কিংবা বিনোদনের জন্য কোনো স্থান কোনোটিই মানিকগঞ্জ জেলা শহরের কোথাও নেই। এতে মানুষ একপ্রকার ক্ষুব্ধ হয়ে পরিবার-পরিজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যায় মানিকগঞ্জ পৌরসভার অন্তর্গত বেউথা এলাকাতে।

বেউথা এলাকায় কালীগঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে একটি ব্রিজ। যেই ব্রিজ দিয়ে যাতায়াত করে হরিরামপুর উপজেলা ও পার্শ্ববর্তী একাধিক উপজেলার মানুষ।

বেউথা ব্রিজ নামে পরিচিত ব্রিজটিতে মানুষ ছুটির দিনে ভিড় জমায়। এসবই পর্যটন কেন্দ্র কিংবা বিনোদনকেন্দ্র না থাকার কারণে হয়েছে।

এদিকে ব্রিজে আসা বিভিন্ন পর্যটকদের ভিড়ের জন্য বাণিজ্যিকভাবে আশেপাশে গড়ে উঠেছে একাধিক রেস্টুরেন্ট।

ছুটির দিনগুলোতে সরজমিনে গিয়ে দেখা যায়, মানিকগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত বেউথা ব্রিজে মানুষের উপচে পড়া ভিড় । এই ভিড়ের কারণে বিপাকে পড়েছে আশেপাশের উপজেলায় যাতায়াত করা সাধারণ যাত্রী থেকে শুরু করে একাধিক শ্রেণি পেশার মানুষ।

ব্রিজের মাঝেই ট্রাক, অটোরিক্সা, সিএনজি সহ একাধিক যানবাহনের সমন্বয়ে যানজট সৃষ্টি হয়েছে । এতে পর্যটকরা যেমন অস্বস্তিবোধ করে তেমনই অস্বস্তি বোধকরে সাধারণ যাত্রী ও গাড়ি চালকরা।

তবে শহরবাসীর দাবি, এ সমস্যা সমাধান ও ঘোরাঘুরি করার জন্য একটি পর্যটন কেন্দ্র কিংবা বিনোদনের জায়গা যেনো সরকার ব্যবস্থা করে দেয়।

শাকিল আহমেদ বলেন, আমাদের তো ঘোরার কোনো জায়গা নাই, তাই এক প্রকার নিরুপায় হয়ে এখানে পরিবার নিয়ে আসছি ।

মো. সবুজ মিয়া নামক এক অটোরিকশা চালক বলেন, এমনিতে কোন সমস্যা নাই, কিন্তু ঈদ আসলেই এইখানে এত্তো মানুষ হয়,যে এইখানে গাড়িই চলতে পাড়ে না।

মো. সাইফুল ইসলাম জানান, একটা ব্রিজে কি ভাবে এতো মানুষ হয় ! তারমানে পর্যটন কেন্দ্রের নিশ্চয়ই অভাব । তা না হলে একটা পার্কওতো নাই ভালো! যে মানুষ একটু সময় কাটাবে। সরকারের উচিত এখানে একটা বিনোদন কেন্দ্র করে দেওয়া । তাতে মানুষ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসবে এবং আনন্দ করবে।

এসকে

শেয়ার