Top
সর্বশেষ

ড্র দিয়ে কোপা মিশন শুরু ব্রাজিলের

২৫ জুন, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ণ
ড্র দিয়ে কোপা মিশন শুরু ব্রাজিলের

বিশ্ব ফুটবলের সবচেয়ে পুরোনো আসর কোপা আমেরিকার ৪৮ তম আসরে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোল শূন্য ড্র করেছে ৯ বারের কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল।

মঙ্গলবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সেলেসাওরা। পুরো ম্যাচে বল দখলে দাপট দেখালেও গোল পোস্ট খুঁজে পায়নি দরিভাল জুনিয়রের দল।

এদিন তারকা ঠাসা দল নিয়ে মাঠে নামে ব্রাজিল। প্রথমার্ধ থেকেই যার প্রভাব দেখা যায় মাঠে। ম্যাচের ৭ মিনিটে দারুন এক সুযোগ মিস করেন রাফিনহা। এরপর যেন নড়ে চড়ে বসে কোস্টারিকার ডিফেন্টস। ব্রাজিল একের পর এক সুযোগ তৈরি করেলেও তা গোল পোস্টে পৌঁছাতে দেয়নি কোস্টারিকার ডিফেন্ডাররা। ম্যাচের ৩১ তম মিনিটে কোস্টারিকার ডিফেন্স ভেঙ্গে ব্রাজিল একটি গোল করলেও তা রেফারি অফসাইডে বাতিল করে।

দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রাখে ব্রাজিল। তবে এবারও বেশ কিছু সহজ সুযোগ মিস করে রাফিনহা-ভিনিরা। দ্বিতীয়ার্ধে সাভিও, এন্ড্রিক ফিলিপে এবং মার্টিনেল্লিকেও নামানো হয় প্রত্যাশিত গোলের জন্য। তবে শেষ পর্যন্ত সেই প্রত্যাশিত গোলের দেখা পায়নি ব্রাজিল। ফলে ড্র নিয়েই আসর শুরু করতে হল ফেবারিটদের।

এম জি

 

শেয়ার