ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। শুক্রবার (২৮ জুন) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় শাখা ডনেস্ক অঞ্চলের একটি গ্রাম থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটিয়ে দিয়েছে। এর ফলে আরও সুবিধাজনক অবস্থান নিয়েছে রুশ সেনারা।
রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, ইউক্রেনের ডনিপ্রো শহরে শুক্রবার রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলায় ৯তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নর জানিয়েছে, হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর ডিনিপ্রো শহরে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে আসছে রাশিয়া। মস্কো বেসামরিকদের নিশানা করার কথা অস্বীকার করলেও যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।
এএন