Top
সর্বশেষ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন: চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ

০৫ জুলাই, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ
ইরানের প্রেসিডেন্ট নির্বাচন: চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে কোনো প্রার্থী প্রয়োজনীয় ভোট নিশ্চিত করতে পারেননি। ফলে ইরানের আগাম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় শুক্রবার (৫ জুলাই) সকাল ৮টায়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টা থেকে ইরানে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ভোটে সংস্কারপন্থি প্রার্থী মাসুদ পেজেশকিয়ান এবং কট্টরপন্থি সাইদ জালিলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

আগামী বছরের জুন মাসে এ নির্বাচন হওয়ার কথা ছিল। তবে গত ১৯ মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির প্রেসিডেন্টের পদ শূন্য হয়ে পড়ে। সংবিধান অনুযায়ী, ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

এরপর দেশটিতে গত ২৮ জুন প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এতে কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট পাননি। এজন্য দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম দফার ভোটে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দুই প্রার্থীর মধ্যে লড়াই হচ্ছে। প্রথম দফায় ৪২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন সংস্কারপন্থি প্রার্থী পেজেশকিয়ান। আর ৩৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন সাইদ জালিলি।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ বাহিদির বরাতে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় শুক্রবার ৫৮ হাজার ৬৩৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পরপরই ভোট দিয়েছেন। ১৯৭৯ সাল থেকে ইরানে যত প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, তার মধ্যে এবার সবচেয়ে কম ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এএন

শেয়ার